কেরুর অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের ৫ দফা দাবিতে জরুরি সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১০:৩৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ৬৪ বার পড়া হয়েছে
দর্শনার ঐতিহ্যবাহী কেরু চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের ৫ দফা দাবিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল দশটার দিকে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলীর নেতৃত্বে সূর্যসেনা শ্রমজীবী সংগঠনের অফিস প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সূর্যসেনা শ্রমজীবী সংগঠনে প্রতিষ্ঠাতা সভাপতি ও কল্যাণ ট্রাস্টের আহ্বায়ক (সিআইসি) হাফিজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত বক্তারা বলেন, কেরুর কর্তৃপক্ষ অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন বকেয়া অর্থ ও পাওনাদীসহ দীর্ঘদিনের প্রতীক্ষিত ১৮ মাসের অর্জিত ছুটির বকেয়া অর্থ বাস্তবায়নের পথে বললেও তার কার্যক্রমের ধীর গতি। এ কারণে আবার এই জরুরি সভার ডাক দেওয়া হয়েছে। সভায় কেরু চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের নেতা-কর্মীরা ৫ দফা দাবি উত্থাপন করেন।
দাবিতে, প্রাপ্যতা অনুসারে ১৮ মাসের নগদায়নের অর্থ প্রাপ্তির যাচাই-বাছাইয়ের তালিকা নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিতে হবে, যাচাই-বাছাই পূর্বক প্রাপ্য না হলে আবেদনপত্র কারণ দর্শীয়ে আবেদনপত্র ফেরত দিতে হবে, মজুরি কমিশনের ১৮ মাসের অর্জিত ছুটির বকেয়া অর্থ দ্রুত প্রদান করতে হবে, প্রাপ্য অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাস থেকে পর্যায়ক্রমে সাল ভিত্তিক ছুটির নগদ অর্থ প্রদান করতে হবে এবং ১৫ রমজানের ভিতরে ছুটির নগদ অর্থ প্রদান কার্যক্রম সমাপ্ত করতে হবে।
এছাড়া লিখিত বাদেও কর্তনকৃত সংরক্ষিত ৫ শতাংশ এর অর্থ ফেরত প্রদানের ও নিষ্পত্তিকৃত অডিট আপত্তির অর্থ ফেরত দেওয়ার জন্য বক্তারা দাবি রাখেন। এসময় উপস্থিত ছিলেন, সদস্যসচিব জুলফিকার হায়দার, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, ক্যাশিয়ার আহমদ হোসেন, কার্যকরী সদস্য আব্দুল জলিল, আব্দুল হান্নান, আতিয়ার রহমান, একরামুল হক।