ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার বোয়ালিয়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ৫৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা থানার বোয়ালিয়া গ্রামে এক বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রাম্যভাবে সালিশ বৈঠক করে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করে মীমাংসা করা হয়েছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বোয়ালিয়া গ্রামে নানা বাড়িতে আশ্রিত এক বাক প্রতিবন্ধী নারী বাড়ির পাশের একটি বাগানে পাতা কুড়াতে যান। সেখানে তাকে একা পেয়ে হাত ধরে জোর করে ভুট্টা খেতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন একই গ্রামের বিশার ছেলে আজিজুল (৪০)। এসময় ধস্তাধস্তিতে আঘাত পান সাগরী। অবস্থা বেগতিক দেখে দ্রুত সটকে পড়েন আজিজুল। সাগরী বাড়িতে গিয়ে ইশারায় তার পরিবারের লোকজনকে বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে আজিজুলের সামনে নিয়ে গেলে সাগরী আজিজুলকে দেখিয়ে দেন। এ ঘটনার পর থেকেই আজিজুল গা ঢাকা দেন। আর বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা চালাতে থাকেন। গতকাল রাত ৯টার দিকে বোয়ালিয়া বাজারের রেজাউলের চায়ের দোকানে গ্রামের মন্ডল-মাতব্বরদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আজিজুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বোয়ালিয়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, আজিজুল প্রায় সময়ই গ্রামের মহিলাদের উত্যক্ত করেন। এদিকে বাক প্রতিবন্ধী নারীর শ্লীলতাহানির ঘটনা সালিশ বৈঠকে ২০ হাজার টাকা জরিমানায় মীমাংসা করা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার বোয়ালিয়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানি

আপলোড টাইম : ০৯:১৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গার দর্শনা থানার বোয়ালিয়া গ্রামে এক বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রাম্যভাবে সালিশ বৈঠক করে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করে মীমাংসা করা হয়েছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বোয়ালিয়া গ্রামে নানা বাড়িতে আশ্রিত এক বাক প্রতিবন্ধী নারী বাড়ির পাশের একটি বাগানে পাতা কুড়াতে যান। সেখানে তাকে একা পেয়ে হাত ধরে জোর করে ভুট্টা খেতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন একই গ্রামের বিশার ছেলে আজিজুল (৪০)। এসময় ধস্তাধস্তিতে আঘাত পান সাগরী। অবস্থা বেগতিক দেখে দ্রুত সটকে পড়েন আজিজুল। সাগরী বাড়িতে গিয়ে ইশারায় তার পরিবারের লোকজনকে বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে আজিজুলের সামনে নিয়ে গেলে সাগরী আজিজুলকে দেখিয়ে দেন। এ ঘটনার পর থেকেই আজিজুল গা ঢাকা দেন। আর বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা চালাতে থাকেন। গতকাল রাত ৯টার দিকে বোয়ালিয়া বাজারের রেজাউলের চায়ের দোকানে গ্রামের মন্ডল-মাতব্বরদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আজিজুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বোয়ালিয়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, আজিজুল প্রায় সময়ই গ্রামের মহিলাদের উত্যক্ত করেন। এদিকে বাক প্রতিবন্ধী নারীর শ্লীলতাহানির ঘটনা সালিশ বৈঠকে ২০ হাজার টাকা জরিমানায় মীমাংসা করা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।