ইপেপার । আজ বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ১০:১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • / ৬২ বার পড়া হয়েছে

দামুড়হুদার মৌচাক দধি অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার ও হাসিনা বেকারিকে মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকা পণ্য রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

জানা গেছে, দামুড়হুদা বাজারের চৌরাস্তা মোড়ের মৌচাক দধি অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারে পণ্যের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আর দামুড়হুদা বনানী পাড়ায় হাসিনা ফুড প্রোডাক্ট অ্যান্ড বেকারিকে বিএসটিআই লাইসেন্স না থাকা, পণ্যের মোড়কে বিনা অনুমতিতে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ২৭ ধারায় প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস সকল ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শণ, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করার বিষয়ে সতর্ক করেন। এছাড়া বিএসটিআই লাইসেন্স ছাড়া পন্য উৎপাদন ও পণ্যের মোড়কে বিনা অনুমতিতে বিএসটিআইয়ের লোগো ব্যবহার না করার তাগিদ দেন। তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে। বিএসটিআইয়ের প্রতিনিধিসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানা-পুলিশের একটি দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড টাইম : ১০:১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

দামুড়হুদার মৌচাক দধি অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার ও হাসিনা বেকারিকে মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকা পণ্য রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

জানা গেছে, দামুড়হুদা বাজারের চৌরাস্তা মোড়ের মৌচাক দধি অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারে পণ্যের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আর দামুড়হুদা বনানী পাড়ায় হাসিনা ফুড প্রোডাক্ট অ্যান্ড বেকারিকে বিএসটিআই লাইসেন্স না থাকা, পণ্যের মোড়কে বিনা অনুমতিতে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ২৭ ধারায় প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস সকল ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শণ, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করার বিষয়ে সতর্ক করেন। এছাড়া বিএসটিআই লাইসেন্স ছাড়া পন্য উৎপাদন ও পণ্যের মোড়কে বিনা অনুমতিতে বিএসটিআইয়ের লোগো ব্যবহার না করার তাগিদ দেন। তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে। বিএসটিআইয়ের প্রতিনিধিসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানা-পুলিশের একটি দল।