ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধিতে ব্যাংক কর্মকর্তা ও প্রান্তিক উদ্যোক্তাদের মতবিনিময়

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • / ১০১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ক্ষুদ্র, মাঝারি ও শিল্প কারখানায় সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক কর্মকর্তা ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার প্রান্তিক উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে বড়বাজার সোনালী ব্যাংক-পিএলসি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চুয়াডাঙ্গা কর্পোরেট শাখা রুপালী ব্যাংক পিএলসির আয়োজনে মতবিনিময় সভায় জেলায় পরিচালিত ২৩টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রুপালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার সেলিম উদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক নিয়ামূল কবীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় বাংলাদেশ ব্যাংক রাজশাহীর অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক নাজমুল হক, চুয়াডাঙ্গা জনতা ব্যাংক পিএলসি আঞ্চলিক প্রধান সহকারী মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান এবং বাজুসের সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। দামুড়হুদা রুপালী ব্যাংক পিএলসির ম্যানেজার এসএম সাব্বির হোসেনের সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো. মাহিদুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক বসির আহমেদ, রুপালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক এসএম আলমগীর হোসেন, উদ্যোক্তা মো. ওলিউল্লাহ ও নারী উদ্যোক্তা ময়না এবং ব্যাংক কর্মকর্তারা বক্তব্য দেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি নিয়ামূল কবীর বলেন, যারা জামানত দিতে পারেন না, তাদের বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দেয়। ডলার দিয়ে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করতে হয়। আপনার প্রতিষ্ঠান আপনাকেই লালন করতে হবে। যেদিন বাসায় ঘুমাবেন সেদিন থেকে ব্যবসা নষ্ট হয়ে যাবে। চুয়াডাঙ্গা কৃষির শস্যে ভাণ্ডার। খোঁজ নিয়ে দেখবেন। তামাক পরিবেশ নষ্ট করে। তামাক চাষ কৃষকদের নিরুৎসাহিত করবেন। আপনার অবর্তমানে কে ব্যবসার হাল ধরবেন, সেটি ঠিক করবেন।
বিশেষ অতিথি অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ বলেন, লোন দেওয়ার ক্ষেত্রে সংগঠনের কর্মকর্তাদের সাথে ব্যাংকের কর্মকর্তারা পরামর্শ করবেন। পজিটিভ মনোভাব নিয়ে কাজ করবেন। দেশে ১৬ লাখ কোটি টাকা লোন দেওয়া আছে। বড় লোনগুলো জেলা শহর থেকে দেওয়া হয় না। আমরা চেষ্টা করছি সেটা দেওয়ার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধিতে ব্যাংক কর্মকর্তা ও প্রান্তিক উদ্যোক্তাদের মতবিনিময়

আপলোড টাইম : ১০:০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গায় ক্ষুদ্র, মাঝারি ও শিল্প কারখানায় সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক কর্মকর্তা ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার প্রান্তিক উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে বড়বাজার সোনালী ব্যাংক-পিএলসি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চুয়াডাঙ্গা কর্পোরেট শাখা রুপালী ব্যাংক পিএলসির আয়োজনে মতবিনিময় সভায় জেলায় পরিচালিত ২৩টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রুপালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার সেলিম উদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক নিয়ামূল কবীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় বাংলাদেশ ব্যাংক রাজশাহীর অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক নাজমুল হক, চুয়াডাঙ্গা জনতা ব্যাংক পিএলসি আঞ্চলিক প্রধান সহকারী মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান এবং বাজুসের সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। দামুড়হুদা রুপালী ব্যাংক পিএলসির ম্যানেজার এসএম সাব্বির হোসেনের সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো. মাহিদুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক বসির আহমেদ, রুপালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক এসএম আলমগীর হোসেন, উদ্যোক্তা মো. ওলিউল্লাহ ও নারী উদ্যোক্তা ময়না এবং ব্যাংক কর্মকর্তারা বক্তব্য দেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি নিয়ামূল কবীর বলেন, যারা জামানত দিতে পারেন না, তাদের বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দেয়। ডলার দিয়ে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করতে হয়। আপনার প্রতিষ্ঠান আপনাকেই লালন করতে হবে। যেদিন বাসায় ঘুমাবেন সেদিন থেকে ব্যবসা নষ্ট হয়ে যাবে। চুয়াডাঙ্গা কৃষির শস্যে ভাণ্ডার। খোঁজ নিয়ে দেখবেন। তামাক পরিবেশ নষ্ট করে। তামাক চাষ কৃষকদের নিরুৎসাহিত করবেন। আপনার অবর্তমানে কে ব্যবসার হাল ধরবেন, সেটি ঠিক করবেন।
বিশেষ অতিথি অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ বলেন, লোন দেওয়ার ক্ষেত্রে সংগঠনের কর্মকর্তাদের সাথে ব্যাংকের কর্মকর্তারা পরামর্শ করবেন। পজিটিভ মনোভাব নিয়ে কাজ করবেন। দেশে ১৬ লাখ কোটি টাকা লোন দেওয়া আছে। বড় লোনগুলো জেলা শহর থেকে দেওয়া হয় না। আমরা চেষ্টা করছি সেটা দেওয়ার।