আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি শোভার পিতৃবিয়োগ
- আপলোড টাইম : ০৯:৫৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ৬৪ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উপদেষ্টা ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি আশরাফুন নাহার শোভার বাবা বিদ্যাধরপুর গ্রামের সন্তান ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সার্ভেয়ার মীর আশরাফুল ইসলাম ওরফে আশরাফ আমীন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাইহি রাজিউন)। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ৪ মেয়ে, ভাই-বোন, নাতি-নাতনি রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফ আমীন দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ শারীরিক বিভিন্ন রোগে অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল রাত ১০টায় বিদ্যাধরপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন অতঃপর মসজিদের সাবেক ইমাম হাজী ইয়াকুব আলী। জানাজায় অংশ নেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন প্রমুখ।