বরখাস্তের এক মাস পর ফিরে পেলেন নিজের চেয়ার
আলমডাঙ্গার নাগদাহ ইউপি চেয়ারম্যান বিপুল জোয়ার্দ্দার
- আপলোড টাইম : ০৯:৫১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১২৪ বার পড়া হয়েছে
এক মাস পর নিজের চেয়ার ফিরে পেলেন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার। হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশ অনুযায়ী তিনি নিজের চেয়ার ফিরে পাচ্ছেন।
গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। তিনি বলেন, হাইকোর্টের রিটের আদেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠির পরিপ্রেক্ষিতে এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার পুনরায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। তাকে চিঠি দেওয়া হয়েছে।
তথ্যানুসারে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলাধীন ১১ নম্বর নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুলের বিরুদ্ধে দায়েরকৃত জিআর মামলা নম্বর-৪৯/২০২৩ এর অভিযোগপত্র আদালতের মাধ্যমে ২০২৩ সালের ৯ অক্টোবর গৃহীত হয়। তারই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১)ধারা অনুযায়ী চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
পরবর্তীতে এজাজ ইমতিয়াজ বিপুলের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগে তার ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সংঘটিত কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থ পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারায় অপরাধ সংগঠিত করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুলকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের দারস্থ হন এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার। তার আপিলে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-১৭০৮/২০১৪ এর ১৩-০২-২০১৪ তারিখের আদেশ অনুযায়ী পুনরায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনকে। গত ৩ মার্চ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনকের কার্যালয়ে ০৫,৪৪.১৮০০,১০৬,৯৭.০১৮ (অংশ-১), ১৪-১০৫ নং স্মারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসারকে। হাইকোর্ট ও জেলা প্রশাসনের যৌথ স্মারকে উল্লেখিত নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পুনরায় দায়িত ¡পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।