ইপেপার । আজ শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আরামডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাস্তাটির বেহাল দশা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬
  • / ৭৬৫ বার পড়া হয়েছে

ufgcy
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তাটির বেহাল অবস্থা। ঐ রাস্তাটি গ্রামের সাধারণ পথচারী, স্কুল কলেজগামী  ছাত্রছাত্রীদের একমাত্র চলার রাস্তা হলেও সংস্কারের অভাবে অল্প একটু বৃষ্টি কারণে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয় ফলে চরম দুভোগের স্বীকার হতে হয় এলাকাবাসীর। উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ ব্যবস্থা এই সত্যটি আরামডাঙ্গা ক্ষেত্রে বিপরীত । আরামডাঙ্গা রাস্তাটির সংস্কারের তেমন কোন উদ্দ্যোগ চোখে পড়ে না । বিশেষ করে আরামডাঙ্গা বটতলা থেকে শুরু করে। গ্রামের মাঝপাড়া এবং আরামডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়  পর্যন্ত  বর্ষ মৌসুম এলোই রাস্তায় চলাচল করা খুবই দুরহ অবস্থা।গ্রামের প্রাইমারী সামনের রাস্তাটি খুবই নাজুক। একটু বেশি পানি হলেই রাস্তার উপরে জলাবদ্ধতার কারণে শুধু গ্রামের সাধারণ লোকেই নয়। বিদ্যালয় আগত কোমল মতি ছেলেমেয়েরাও চরর্ম দুভোগের শিকার হয়। জলাবদ্ধতার মরণ ফাঁদে ঔ সকল কোমল মতি ছেলেমেয়েদেও প্রাণ হানির আশংকা আছে। য়ার কারণে  বিদ্যালয়গামী কোমল কোমল মতি ছেলেমেয়েরা প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকে । বিদ্যালয় ছেলেমেয়েদের লেখাপড়ার চরম বেঘাত ঘটছে। এ অবস্থা থেকে পরিতান পেতে এলাকার সচেতন মহলের দাবী উপজেলা প্রসাশন ও জেলা প্রসাশনের সু-দূষ্টি কামনা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আরামডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাস্তাটির বেহাল দশা

আপলোড টাইম : ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬

ufgcy
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তাটির বেহাল অবস্থা। ঐ রাস্তাটি গ্রামের সাধারণ পথচারী, স্কুল কলেজগামী  ছাত্রছাত্রীদের একমাত্র চলার রাস্তা হলেও সংস্কারের অভাবে অল্প একটু বৃষ্টি কারণে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয় ফলে চরম দুভোগের স্বীকার হতে হয় এলাকাবাসীর। উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ ব্যবস্থা এই সত্যটি আরামডাঙ্গা ক্ষেত্রে বিপরীত । আরামডাঙ্গা রাস্তাটির সংস্কারের তেমন কোন উদ্দ্যোগ চোখে পড়ে না । বিশেষ করে আরামডাঙ্গা বটতলা থেকে শুরু করে। গ্রামের মাঝপাড়া এবং আরামডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়  পর্যন্ত  বর্ষ মৌসুম এলোই রাস্তায় চলাচল করা খুবই দুরহ অবস্থা।গ্রামের প্রাইমারী সামনের রাস্তাটি খুবই নাজুক। একটু বেশি পানি হলেই রাস্তার উপরে জলাবদ্ধতার কারণে শুধু গ্রামের সাধারণ লোকেই নয়। বিদ্যালয় আগত কোমল মতি ছেলেমেয়েরাও চরর্ম দুভোগের শিকার হয়। জলাবদ্ধতার মরণ ফাঁদে ঔ সকল কোমল মতি ছেলেমেয়েদেও প্রাণ হানির আশংকা আছে। য়ার কারণে  বিদ্যালয়গামী কোমল কোমল মতি ছেলেমেয়েরা প্রায়ই স্কুলে অনুপস্থিত থাকে । বিদ্যালয় ছেলেমেয়েদের লেখাপড়ার চরম বেঘাত ঘটছে। এ অবস্থা থেকে পরিতান পেতে এলাকার সচেতন মহলের দাবী উপজেলা প্রসাশন ও জেলা প্রসাশনের সু-দূষ্টি কামনা।