সড়ক দুর্ঘটনায় বাংলালিংক কাস্টমার কেয়ার ম্যানেজারসহ নিহত দুই
- আপলোড টাইম : ০৮:৩০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১৩৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন শৈলকুপার পদমদি গ্রামের মাসুম হোসেনের ছেলে শিশু রুহান হোসেন (৬) ও কালীগঞ্জের বলিদাপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে রাসেল চৌধুরী (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল শিশু রুহান। এসময় শেখপাড়ার দিক থেকে আসা একটি পাখি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। এদিকে কোটচাঁদপুরের এলাঙ্গী নামক স্থানে গত সোমবার বিকেলে ট্রাক চাপায় গুরুতর আহত হন বাংলালিংক কাস্টমার কেয়ারের শাখা ব্যবস্থাপক রাসেল চৌধুরী। তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা মুমূর্ষু হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান ও শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী পৃথকভাবে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।