ইপেপার । আজ শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক, মুজিবনগর:
  • আপলোড টাইম : ০৩:৪৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / ১৫৪ বার পড়া হয়েছে

মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে রাস্তা পারাবারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ইন্নাল হক (৪৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ২টার দিকে বল্লবপুর গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন্নাল হক একই গ্রামের নবীসুদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার একপাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন ইন্নাল হক। কথা বলার পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাকিব পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

আপলোড টাইম : ০৩:৪৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে রাস্তা পারাবারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ইন্নাল হক (৪৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ২টার দিকে বল্লবপুর গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন্নাল হক একই গ্রামের নবীসুদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার একপাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন ইন্নাল হক। কথা বলার পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাকিব পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।