ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় সামাজিক দ্বন্দ্বে দুজনকে কুপিয়ে জখম

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • / ৬০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ সমর্থিত দুই সামাজিক দলের কোন্দলের জের ধরে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার আলফাপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার বগুড়া ইউনিয়নের আলফাপুর গ্রামে আওয়াল বিশ্বাস ও চাঁদ আলী মিয়ার দুটি সামাজিক দল রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই দুই দলের মধ্যে বিরোধ চলে আসছিল। আওয়াল বিশ্বাস স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল ও চাঁদ আলী বিশ্বাস বিল্ডার্সের মালিক নজরুল ইসলাম দুলালের সমর্থক হিসেবে পরিচিত।

গতকাল শনিবার সকালে আলফাপুর গ্রামের মাঠে ফসলের খেতে কাজ করছিল চাঁদ আলী মিয়ার সমর্থক রাজ্জাক মোল্লা ও মানিক বিশ্বাস। বিরোধের জের ধরে এসময় আওয়াল বিশ্বাসের নেতৃত্বে শরিফ মিয়া, নয়ন বিশ্বাস, আলামিন হোসেন, মিজান মোল্লাসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। তারা রাজ্জাক ও মানিক বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চাঁদ আলী মিয়া বলেন, আওয়াল বিশ্বাস বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে নেতা-কর্মীদের ওপর হামলা করছেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। স্থানীয় ইউপি মেম্বার তুহিন বিশ্বাস জানান, আহত ও হামলাকারীরা উভয় আওয়ামী লীগ সমর্থিত সামাজিক দলের সদস্য। শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সামাজিক দ্বন্দ্বের জের ধরে দজনকে মারধর করা হয়েছে। সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। ভুক্তভোগীরা মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শৈলকুপায় সামাজিক দ্বন্দ্বে দুজনকে কুপিয়ে জখম

আপলোড টাইম : ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ সমর্থিত দুই সামাজিক দলের কোন্দলের জের ধরে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার আলফাপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার বগুড়া ইউনিয়নের আলফাপুর গ্রামে আওয়াল বিশ্বাস ও চাঁদ আলী মিয়ার দুটি সামাজিক দল রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই দুই দলের মধ্যে বিরোধ চলে আসছিল। আওয়াল বিশ্বাস স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল ও চাঁদ আলী বিশ্বাস বিল্ডার্সের মালিক নজরুল ইসলাম দুলালের সমর্থক হিসেবে পরিচিত।

গতকাল শনিবার সকালে আলফাপুর গ্রামের মাঠে ফসলের খেতে কাজ করছিল চাঁদ আলী মিয়ার সমর্থক রাজ্জাক মোল্লা ও মানিক বিশ্বাস। বিরোধের জের ধরে এসময় আওয়াল বিশ্বাসের নেতৃত্বে শরিফ মিয়া, নয়ন বিশ্বাস, আলামিন হোসেন, মিজান মোল্লাসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। তারা রাজ্জাক ও মানিক বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চাঁদ আলী মিয়া বলেন, আওয়াল বিশ্বাস বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে নেতা-কর্মীদের ওপর হামলা করছেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। স্থানীয় ইউপি মেম্বার তুহিন বিশ্বাস জানান, আহত ও হামলাকারীরা উভয় আওয়ামী লীগ সমর্থিত সামাজিক দলের সদস্য। শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সামাজিক দ্বন্দ্বের জের ধরে দজনকে মারধর করা হয়েছে। সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। ভুক্তভোগীরা মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।