সভাপতি সাজন মিয়া, সম্পাদক হারুন অর রশিদ
ডাউকি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন- আপলোড টাইম : ১০:১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
- / ৪৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার ৯ নম্বর ডাউকি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে সাজন মিয়া (সাজু), সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সাজেদুর রহমান সবুজ দায়িত্ব পেয়েছেন। গত কয়েকদিন আগে ডাউকি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নির্দেশনায় ডাউকি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে তিন বছর মেয়াদি আংশিক কমিটির অনুমোদন দেওয়া হলো। কমিটিতে সহসভাপতি পদে সাইদ হোসেন সেন্টু ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নূর আলম (জিকু) দায়িত্ব পেয়েছেন। এছাড়া ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমার নির্দেশ দেওয়া হয়েছে।