ইপেপার । আজ বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

শৈলকুপায় ট্রাক্টর উল্টে চালক নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  • / ৭২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ইটভাটার ট্রাক্টর উল্টো আরিফ নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃর্ত্তিনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গাড়ি চালকের বাড়ি হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে। তিনি একই গ্রামের ইজাহার আলীর ছেলে।

জানা গেছে, গতকাল মাটি বহনকারী ট্রাক্টরটি দ্রুত গতিতে শৈলকুপার কাতলাগাড়ি বাজার থেকে লাঙ্গল বাঁধ বাজারের দিকে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে জিকে সেচ খালের মধ্যে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কাতলা গাড়ি পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এসআই গিয়াস উদ্দিন জানান, ঘটনাস্থলেই গাড়ির চালক আরিফ মারা যান। তবে নিশ্চিত হওয়ার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। শৈলকূপা থানার ওসি মো. শফিকুল ইসলাম চৌধুরী জানান, আরিফ হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

You cannot copy content of this page

শৈলকুপায় ট্রাক্টর উল্টে চালক নিহত

আপলোড টাইম : ০৯:৩০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

ঝিনাইদহ অফিস:

ইটভাটার ট্রাক্টর উল্টো আরিফ নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃর্ত্তিনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গাড়ি চালকের বাড়ি হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে। তিনি একই গ্রামের ইজাহার আলীর ছেলে।

জানা গেছে, গতকাল মাটি বহনকারী ট্রাক্টরটি দ্রুত গতিতে শৈলকুপার কাতলাগাড়ি বাজার থেকে লাঙ্গল বাঁধ বাজারের দিকে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে জিকে সেচ খালের মধ্যে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কাতলা গাড়ি পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এসআই গিয়াস উদ্দিন জানান, ঘটনাস্থলেই গাড়ির চালক আরিফ মারা যান। তবে নিশ্চিত হওয়ার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। শৈলকূপা থানার ওসি মো. শফিকুল ইসলাম চৌধুরী জানান, আরিফ হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।