মায়ের ওপর রাগ করে স্কুল ছাত্রীর আত্মহত্যা
- আপলোড টাইম : ০৮:৪৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে সুন্নী খাতুন (১৬) নামের নবম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুন্নী ছাত্রী চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় ফায়ার সার্ভিসপাড়ার চান আলীর মেয়ে ও চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।
নিহতের চাচা আবুল কাশেম জানান, রাতে সুন্নী নিজ ঘরেই ছিলো। এসময় সুন্নীর মা লাবনী তাকে লেখাপড়া নিয়ে বকাঝকা করেন। এতে সে অভিমান করে দরজা বন্ধ করে দেয়। পরে দরজার কাছে গিয়ে অনেক ডাকাডাকি করলেও সে দরজা খোলে না। তখন সুন্নীর মায়ের চিৎকার শুনে আমি ও আমার স্ত্রী ওদের বাড়িতে ছুটে যায়। এসময় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি সুন্নী সিলিং এর সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোরশেদ আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা সুন্নীকে জরুরি বিভাগে আনে। এসময় পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। প্রাথমিকভাবে তার গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি অপমৃত্যু হওয়ায় চুয়াডাঙ্গা সদর থানায় অবগত করা হয়েছে।