চুয়াডাঙ্গায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১০:২২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৭০ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল নয়টায় জেলা পুলিশ লাইন্স প্যারেড প্রাউন্ডে জেলার সকল ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে এ সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম–সেবা অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম–সেবা।এসময় পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। পরে জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং খুলনা রেঞ্জ ডিআইজি প্রদত্ত নির্দেশনা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এসপি আরএম ফয়জুর রহমান বলেন, ‘মাস্টার প্যারেড আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে সহায়তা করে। পুলিশের স্মার্ট টার্ন আউট ও আধুনিক কলাকৌশল রপ্ত করার জন্য নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই। সকলকে ডিসিপ্লিন মেনে চলতে হবে, কারো ডিসিপ্লিনের ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পুলিশের সকল ইউনিট ও আশপাশ এলাকা সর্বদা পরিস্কার পরিছন্ন রাখতে হবে এবং শারীরিক ফিটনেস ধরে রাখতে হবে।’ মাস্টার প্যারেডে নৈপুণ্য প্রদর্শন, শারীরিক ফিটনেস ও টার্ন আউটের জন্য তিনি জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান।