চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের রিফাত ২১ দিন যাবত নিখোঁজ
- আপলোড টাইম : ১০:০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬ বার পড়া হয়েছে
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গার দর্শনা থানার বোয়ালিয়া গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের ছেলে রিফাত (১২) ২১ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা হতাশ ও আতঙ্কে দিন পার করছেন। সন্তানের সন্ধানে পথে পথে ঘুরছেন তার মা-বাবা।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মাঠপাড়ার রফিকুল ইসলামের ছেলে মো. রিফাত মিয়া গত ২৩ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে তার বাবার গচ্ছিত ১ হাজার ৭৮০ টাকা চুরি করে নিয়ে বের হয়। তারপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি। তার পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে সম্ভাব্য জায়গা ও সকল আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে। তকে কোথাও না পেয়ে গত ৩১ জানুয়ারি দর্শনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। এ বিষয়ে রিফাতের মা রিজিয়া খাতুন বলেন, তার ছেলে স্থানীয় কিছু উচ্ছৃখল ছেলেদের সাথে মিশে নেশা করতো শুনেছি। এর আগেও সে একবার বাড়ি থেকে ২ হাজার টাকা নিয়ে বাড়ি পালিয়ে যায়। সেবার ৪ দিন পর তার সন্ধান পেয়েছিল।