গাংনীতে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ যুবক আটক
- আপলোড টাইম : ০৯:৪৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৫ বার পড়া হয়েছে
গাংনী অফিস:
পাখিভ্যানের সিটের সাথে বিশেষ কায়দায় ফেনসিডিল পাচারের সময় স্বপন (২২) নামের এক যুবককে আটক করেছে র্যাব। র্যাব-১২ গাংনী ক্যাম্প গতকাল রোববার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আকুবপুরে অভিযান পরিচালনা করে ২৯ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। স্বপন ইসলাম সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে পাখিভ্যানে ফেনসিডিল নিয়ে গন্তব্যে যাচ্ছিল স্বপন ইসলাম। এ সময় র্যাবের একটি দল তাকে ২৯ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষময় হয়। অভিযানে ফেনসিডিল ছাড়াও একটি মোবাইল ফোন ও পাখিভ্যান জব্দ করে র্যাব। অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব ১২ সিসিপি ৩ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান।
র্যাব জানায়, আটক স্বপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সহযোগী হিসেবে বাদশা নামের এক ব্যক্তির নাম-পরিচয় জানিয়েছে। অভিযানের সময় পালিয়ে যাওয়া এই বাদশাকে আটকের চেষ্টা করছে র্যাব। র্যাব জানায়, আটক স্বপন ও পলাতক বাদশার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় স্বপনকে আদালতে সোপর্দের জন্য গাংনী থানায় হস্তান্তর করেছে র্যাব।