আসমানখালী বাজারে অগ্নিকাণ্ড, ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি
- আপলোড টাইম : ০৬:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৪ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার আসমানখালী বাজারে চেয়ারম্যান এন্টারপ্রাইজে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল শনিবার দুপুরে আসমানখালী বাজারে চেয়ারম্যান এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকানের মালিক মাসুদ কায়সার মানিক জানান, ‘ঘটনার সময় আমি সাহেবপুরে একটা অনুষ্ঠানে ছিলাম। হঠাৎ প্রতিবেশীর মোবাইল ফোনে জানতে পারি, আমার দোকানের ভেতর দিয়ে আগুন ও ধোয়া বের হচ্ছে। দ্রুত আমি এসে দেখি আগুন জ্বলছে। তারপর চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসকে মোবাইল করি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে দোকানে থাকা প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে।’
জানা যায়, আগুনের সূত্রপাত হয় বিদ্যুতের শর্টসার্কিট থেকে। আগুনে দোকানসহ কন্ট্রোল রুমের যন্ত্রপাতি পুড়ে গেছে সব। আগুনের পরপরই ভবনটিতে থাকা ইন্টারনেট সার্ভার বন্ধ হয়ে যায়। এই ইন্টারনেট সেবা চালু হতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা যায়।