শিরোনাম:
আলমডাঙ্গায় ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ১১:৫৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪
- / ৫০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ২৫ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগ মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রফিকুল ইসলাম কুষ্টিয়া ইবি থানাধীন পাটিকাবাড়ি গ্রামের শুকুর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার সোহাগ মোড়ের মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়ার নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) হাদিউজ্জামান দল দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানে রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, ‘আটক রফিকুল ইসলাম ইয়াবা বিক্রেতা। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
ট্যাগ :