সংরক্ষিত সংসদ সদস্যের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন চুয়াডাঙ্গার সন্তান সাবেক ছাত্রলীগ নেত্রী ফরিদা পারভীন
- আপলোড টাইম : ১০:১৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৪
- / ৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
সংরক্ষিত সংসদ সদস্যের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান সাবেক ছাত্রলীগ নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির সদস্য ফরিদা পারভীন। গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। চুয়াডাঙ্গা জেলা থেকে সংরক্ষিত সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ফরম উত্তোলন করেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মেয়ে ফরিদা পারভীন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা চুয়াডাঙ্গার সন্তান জাহাঙ্গীর আলম, রাকিব হোসেন, শাহরিয়ার সাগরসহ অন্যরা।
সংরক্ষিত এমপি প্রার্থী ফরিদা পারভীন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ^বিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন তিনি। সবশেষ বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি ঢাকা সিটি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
ফরিদা পারভীন বলেন, বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি। সেই হিসেবে দলের জন্য ও দেশের জন্য কাজ করার চিন্তা থেকে ফরম সংগ্রহ করেছি। নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে চাই। সামাজিক ও নানামুখী উন্নয়ন করতে হবে। এলাকায় গিয়ে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। মানুষের কী অসুবিধা আছে, কীভাবে বসবাস করছে, সবই দেখতে হবে।