চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাস সংস্থার কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়কালে পিকেএসএফ এমডি ড. নমিতা হালদার
আর্থসামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে পিকেএসএফ
- আপলোড টাইম : ১০:০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪
- / ২৬৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাস সংস্থার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় ও প্রকল্প পরিদর্শন করেছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক সচিব ড. নমিতা হালদার এনডিসি। গতকাল মঙ্গলবার দুপুরে সংস্থার প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি। সরকারি সফরে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় এসে আত্মবিশ্বাস সংস্থার প্রধান কার্যালয়ে মধ্যহ্ন বিরতি করেন তিনি। এরপর আত্মবিশ্বাসের ব্যবস্থাপনায় পিকেএসএফ–এর ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচির আওতায় ফার্নিচার তৈরির কার্যক্রম চুয়াডাঙ্গা শহরের কাটপট্টি এলাকার জমিদার ‘স’ মিল ও সদর উপজেলার আলুকদিয়ায় ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচির আওতায় মেশিনের মাধ্যমে জৈবসার প্রস্তুত ও বিপণন কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফ–এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার এনডিসি।এসময় ড. নমিতা হালদার এনডিসির সফরসঙ্গী হিসেবে পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিকেএসএফ–এর উপ–মহাব্যবস্থাপক হুমায়ন কবির, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মোফাজ্জল করিম ও ব্যবস্থাপক মামুনুর রশিদ। মতবিনিময় সভার আগে পিকেএসএফ–এর ব্যবস্থাপনা পরিচালক আত্মবিশ্বাস সংস্থার কার্যালয়ে পৌঁছালে সেখানে আত্মবিশ্বাস সংস্থার কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরিদর্শন ও মতবিনিময় সভায় আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় পিকেএসএফ–এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার বলেন, পিকেএসএফ–এর সকল কাজের মূল দর্শন হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। ক্ষুধা নিবারণ এবং দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। বিগত তিন দশকে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে পিকেএসএফ। মানুষের জীবনমানের অনেক উন্নয়ন হয়েছে। এসময় তিনি আত্মবিশ্বাস সংস্থার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।