শিরোনাম:
দর্শনায় ১২০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৯:০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
দর্শনায় ১২০ লিটার চোলাই মদসহ জয়দেব কুমার বিশ্বাস (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টায় দর্শনা রেল বাজার মনোরঞ্জন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জয়দেব কুমার বিশ্বাস দর্শনা আজিমপুর গ্রামের মুরালী মোহনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল দর্শনা রেল বাজার মনোরঞ্জন মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কুমার বিশ্বাসকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে জব্দ হয় ১২০ লিটার চোলাই মদ। আটক কুমার বিশ্বাসের বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় মামলা করা হয়েছে।
ট্যাগ :