কার্পাসডাঙ্গায় অ্যাথলেটিক ও গ্রামীণ খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ১০:৩৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
প্রতিবেদক, কুড়ুলগাছি:
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী ও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. জেসমিন আরা। প্রতিযোগিতায় ২২টি ইভেন্টে নয়টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী (ক্রীড়া) শিক্ষক ইব্রাহিম হোসেন।