চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক
- আপলোড টাইম : ১০:৩৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৪ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজাসহ রাসেল (২১) নামের এক যুবক আটক হয়েছে। গত শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার হায়দারপুর আছির উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।
আটক রাসেল সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের বেল্টু মিয়ার ছেলে।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে হায়দারপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই শহিদুল বাশারসহ সঙ্গীয় ফোর্স হায়দারপুর গ্রামের ডিঙ্গেদাহ-চুয়াডাঙ্গা সড়ক থেকে রাসেলকে আটক করে। এসময় তার নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার হয়। গতকাল রোববার রাসেলের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।