ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

মুজিবনগরে প্রধানমন্ত্রীর পক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৭৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
মুজিবনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা যুব মহিলা লীগ। গতকাল শনিবার দুপুরে মুজিবনগর কমপ্লেক্স অডিটরিয়ামে মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সহসভাপতি ও জনপ্রশাসন মন্ত্রীর পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম।

প্রধান অতিথি বলেন, ‘মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন নারীদের সম্মান-মর্যাদা দিয়েছেন বলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকার ভোট চেয়েছেন এবং তাকে ভোট দিয়েছেন এবং বঙ্গবন্ধুর নৌকাকে জয়যুক্ত করেছেন। সে জন্য জননেত্রী শেখ হাসিনা আপনাদের উপহার হিসেবে আপনাদের পছন্দের মানুষকে ফুল মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।’

মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সম্পাদিকা অ্যাডভোকেট রুত সোভা মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তাহমিনা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি লিপিকা খাতুন, সাধারণ সম্পাদিকা ও ইউপি সদস্য মাবিয়া খাতুন, মোনাখালী ইউনিয়ন সভাপতি শিমুল রেজা, সাধারণ সম্পাদিকা মোরিয়ম, দারিয়াপুর ইউনিয়ন সভাপতি ও ইউপি সদস্য শাহিনা খাতুন, সাধারণ সম্পাদিকা কোহিনুর, মহাজনপুর ইউনিয়ন সভাপতি গুলশান আরা, সম্পাদিকা আল্পনা খাতুন প্রমুখ। মুজিবনগর উপজেলার চার ইউনিয়নের ৩ হাজার জনকে এই কম্বল দেওয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে প্রধানমন্ত্রীর পক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

আপলোড টাইম : ১১:৪৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
মুজিবনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা যুব মহিলা লীগ। গতকাল শনিবার দুপুরে মুজিবনগর কমপ্লেক্স অডিটরিয়ামে মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সহসভাপতি ও জনপ্রশাসন মন্ত্রীর পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম।

প্রধান অতিথি বলেন, ‘মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন নারীদের সম্মান-মর্যাদা দিয়েছেন বলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকার ভোট চেয়েছেন এবং তাকে ভোট দিয়েছেন এবং বঙ্গবন্ধুর নৌকাকে জয়যুক্ত করেছেন। সে জন্য জননেত্রী শেখ হাসিনা আপনাদের উপহার হিসেবে আপনাদের পছন্দের মানুষকে ফুল মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।’

মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সম্পাদিকা অ্যাডভোকেট রুত সোভা মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তাহমিনা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি লিপিকা খাতুন, সাধারণ সম্পাদিকা ও ইউপি সদস্য মাবিয়া খাতুন, মোনাখালী ইউনিয়ন সভাপতি শিমুল রেজা, সাধারণ সম্পাদিকা মোরিয়ম, দারিয়াপুর ইউনিয়ন সভাপতি ও ইউপি সদস্য শাহিনা খাতুন, সাধারণ সম্পাদিকা কোহিনুর, মহাজনপুর ইউনিয়ন সভাপতি গুলশান আরা, সম্পাদিকা আল্পনা খাতুন প্রমুখ। মুজিবনগর উপজেলার চার ইউনিয়নের ৩ হাজার জনকে এই কম্বল দেওয়া হয়।