আজাদ মালিতা’র জন্মদিন আজ
- আপলোড টাইম : ০৮:৫৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
৫৪ বছর ধরে মাঠের সাংবাদিকতা থেকে বেড়ে উঠা কলাম লেখক আজাদ মালিতার ৭৫তম জন্মদিন আজ। তিনি একজন প্রথিতযশা সাংবাদিক। এছাড়াও সৎ এবং সাহসী সত্য প্রকাশে নির্ভিক। তিনি জেলার জনপ্রিয় দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক। ইতিপূর্বে একই সাথে তিনি দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ছিলেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি। সাংবাদিকতায় তিনি রেখে চলেছেন অগ্রণী ভূমিকা। যেখানে অন্যায়, অত্যাচার, অপরাধ, দুর্নীতি ও দুঃশাসনÑ সেখানেই নির্ভীক ও সাহসী এই সাংবাদিকের পদচারণ। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসেন ঘটনার অন্তরালের মূল ঘটনা।
অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা ও একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতির সম্মুখে। সত্যের সন্ধানেরত নির্ভীক প্রথিতযশা সাংবাদিক আজাদ মালিতা।
সহজ সরল জীবন ও অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন না যিনি, তিনি আর কেউ নয়। তিনি এ সময়ের প্রতিবাদী সকলের প্রিয়মুখ সাংবাদিক আজাদ মালিতা। আজ তার জন্মদিনে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আরও বেঁচে থেকে যেন মহৎ কর্মগুলোকে এগিয়ে নিতে পারে সেই প্রার্থনাই করি।
উল্লেখ্য- আজ ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ২০২৪ইং। চুয়াডাঙ্গার ক্ষুদ্র সংবাদকর্মী ‘আজাদ মালিতা’র ৭৫তম জন্মদিন। ৭৪ বছর আগে ১৯৫০ সালের এই দিনে চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার আব্দুল রহিম মল্লিক-এর বাড়ীতে জন্মগ্রহণ করেন তিনি।
দৈনিক পশ্চিমাঞ্চল সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা প্রকৃতার্থে দামুড়হুদা উপজেলার গোপলপুর গ্রামের সম্ভ্রান্ত মালিতা পরিবারের জেহের আলী মালিতা-হাজেরা খাতুনের দৌহিত্র এবং হাবিবুল জান্নাত মালিতা (মঙ্গল মিঞা) ও জাহানারা খাতুনের দ্বিতীয় পুত্র।
জন্মদিনে পুতাছেলে সাইয়ান ও নাতিছেলে ইহান ও ঈশান তাদের দাদা ও নানা ভাইয়ের জন্য সকলের দো’আ প্রার্থনা করেছে।