ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ আ.লীগের অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়লো কারা?

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / ৩৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বাইরে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত সকল ব্যানার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে কে বা কারা এসব ব্যানার ছিড়ে ফেলে। দলীয় অফিসে ধরনের ছবি ছেড়ার ঘটনা রহস্যজনক বলেও মনে করেছেন নেতাকর্মীরা।নেতাকর্মীরা জানান, গত সোমবার রাত ১০টার পর শহরের বঙ্গবন্ধু সড়কের পুরাতন জজ কোর্ট চত্বরের জেলা আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করা হয়। সকালে দলীয় কার্যালয়ে সাথে সামনে টাঙানো সকল ব্যানারফেস্টুন ছেড়া অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ বলেন, সোমবার রাতে কে বা কারা জেলা আওয়ামী লীগের অফিস অফিস সংলগ্ন বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত যেসব ব্যানার ছিল, সেগুলো কেটে ছিঁড়ে ফেলেছে।  ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, ‘পোস্টার ব্যানার ছেঁড়া দুঃখজনক। আমরা তদন্ত করে দেখছি। এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে। যাচাই করে দেখছি। ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহ আ.লীগের অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়লো কারা?

আপলোড টাইম : ১১:২১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

ঝিনাইদহ অফিস:ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বাইরে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত সকল ব্যানার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে কে বা কারা এসব ব্যানার ছিড়ে ফেলে। দলীয় অফিসে ধরনের ছবি ছেড়ার ঘটনা রহস্যজনক বলেও মনে করেছেন নেতাকর্মীরা।নেতাকর্মীরা জানান, গত সোমবার রাত ১০টার পর শহরের বঙ্গবন্ধু সড়কের পুরাতন জজ কোর্ট চত্বরের জেলা আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করা হয়। সকালে দলীয় কার্যালয়ে সাথে সামনে টাঙানো সকল ব্যানারফেস্টুন ছেড়া অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ বলেন, সোমবার রাতে কে বা কারা জেলা আওয়ামী লীগের অফিস অফিস সংলগ্ন বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত যেসব ব্যানার ছিল, সেগুলো কেটে ছিঁড়ে ফেলেছে।  ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, ‘পোস্টার ব্যানার ছেঁড়া দুঃখজনক। আমরা তদন্ত করে দেখছি। এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে। যাচাই করে দেখছি। ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।