ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে প্রকাশ্যে কৃষি ঋণ পেলেন ৭০ কৃষক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • / ৩৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। গতকাল সোমবার উপজেলার সকল ব্যাংকের উদ্যোগে ৭০ জন কৃষককে দেওয়া হয়েছে ৬০ লাখ টাকার কৃষি ঋণ। সকালে উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মো. আক্তার হোসেন। সভাপতিত্ব করেন জনতা ব্যাংক হরিণাকুণ্ডু শাখার ব্যবস্থাপক আবু সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কুষ্টিয়া অঞ্চলের ডিজিএম ও বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা রাম কৃষ্ণ, ঝিনাইদহ এরিয়ার জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের উপপরিচালক মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহীন আলম, সোনালী ব্যাংক হরিণাকুণ্ডু শাখার ব্যবস্থাপক মোবাশি^র হোসেন, কৃষক প্রতিনিধি শফিকুল ইসলাম, গ্রাহক শামিম আহম্মেদ, পিকুল হোসেন প্রমুখ।

এদিকে প্রকাশ্যে এই কৃষি ঋণের সুযোগ পাওয়ায় খুশি কৃষকেরা। তারা এই কার্যক্রম অব্যাহত রাখতে এবং এটিআরও অধিক কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন বলেন, সরকার কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করছে। আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থায় নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ। তিনি এই কার্যক্রম প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুতে প্রকাশ্যে কৃষি ঋণ পেলেন ৭০ কৃষক

আপলোড টাইম : ০৪:৪৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। গতকাল সোমবার উপজেলার সকল ব্যাংকের উদ্যোগে ৭০ জন কৃষককে দেওয়া হয়েছে ৬০ লাখ টাকার কৃষি ঋণ। সকালে উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মো. আক্তার হোসেন। সভাপতিত্ব করেন জনতা ব্যাংক হরিণাকুণ্ডু শাখার ব্যবস্থাপক আবু সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কুষ্টিয়া অঞ্চলের ডিজিএম ও বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা রাম কৃষ্ণ, ঝিনাইদহ এরিয়ার জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের উপপরিচালক মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহীন আলম, সোনালী ব্যাংক হরিণাকুণ্ডু শাখার ব্যবস্থাপক মোবাশি^র হোসেন, কৃষক প্রতিনিধি শফিকুল ইসলাম, গ্রাহক শামিম আহম্মেদ, পিকুল হোসেন প্রমুখ।

এদিকে প্রকাশ্যে এই কৃষি ঋণের সুযোগ পাওয়ায় খুশি কৃষকেরা। তারা এই কার্যক্রম অব্যাহত রাখতে এবং এটিআরও অধিক কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন বলেন, সরকার কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করছে। আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থায় নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ। তিনি এই কার্যক্রম প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।