চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে ৩৭টি অবৈধ মোটরসাইকেল জব্দ
- আপলোড টাইম : ০৪:৩৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে কাগজপত্রবিহীন ৩৭টি অবৈধ মোটরসাইকেল জব্দ করেছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের নির্দেশনায় অবৈধ যানবাহন চলাচল বন্ধের লক্ষ্যে ট্রাফিক পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল বাজার, সরোজগঞ্জ বাজার এবং ডিঙ্গেদহসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৭টি কাগজপত্রবিহীন অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক আবু হাসান মল্লিক বলেন, আটককৃত অবৈধ ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ধরনের অভিযান আমাদের চলমান প্রক্রিয়া। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট বুলবুল, সার্জেন্ট তাজরুল হকসহ ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।