মুজিবনগরের ভবরপাড়ায় সেন্ট জেভিয়ার জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে সাংস্কৃতিক প্রতিযোগিতা
- আপলোড টাইম : ১১:৪০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬
- / ৪৪২ বার পড়া হয়েছে
মুনশী মোকাদ্দেস (মুজিবনগর): মেহেরপুর মুজিবনগরের ভবরপাড়ার ঐতিহ্যবাহি সেন্ট জেভিয়ার জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে গতকাল সোমবার সকাল ৯:৩০ টার সময় আন্ত: বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফরমেশন অব ইয়ুথ এণ্ড টিচারস্ প্রোগ্রাম কারিতাস খুলনা অঞ্চলের সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির সভাপতি ও ভবরপাড়া ক্যাথলিক চাূর্চ’র পালক পুরোহিত রেভা: ফা: ডমেনিক হালদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজর হাসনাইন করিম, বিশেষ অতিথি যাঁরা ছিলেন প্রধান শিক্ষিকা সি: মমতা ভূঁইয়া, কারিতাস খুলনা অঞ্চলের প্রশাসক মি: ফ্রন্সিস দাস, মি: তাপস সরকার প্রোগ্রাম অফিসার, মি: পিটার উৎপল গমেজ জুনিয়র প্রোগ্রাম অফিসার ও ইউনিট অফিসার প্রকাশ ঘরামী। বিচারক মণ্ডলী ছিলেন ঐতিহ্যবাহি মুজিনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম ও বিটিভি’র কণ্ঠ শিল্পী আমজাদ হোসেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। উল্লেখ্য, অনুষ্ঠানটির আয়োজক ছিল সেন্ট জেভিয়ার জুনিয়র হাই স্কুল।