আন্দুলবাড়ীয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপলোড টাইম : ১১:১৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ২১ বার পড়া হয়েছে
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ও পিকেএসএফ-এর সহযোগিতায় সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহণে পৃথকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় ও বেলা ৩টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ, শেখ মাসুম বিল্লাহ মাসুম, আরআরএফ আন্দুলবাড়ীয়া শাখার সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আরিফ হোসেন, শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা খ্রিষ্টফার তরঙ্গ জিৎ বিশ্বাস, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ নিকৃতি ঘোষ, রুনা খাতুন। এছাড়াও অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার নিয়মিত রেফারি মোল্লা মকছেদুর রহমান টিক্কা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আন্দুলবাড়ীয়া শাখার সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আরিফ হোসেন।