ভাংবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৭:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ৫৭ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্পের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ভাংবাড়ীযা ফুটবল মাঠে এই খেলার আয়োজন করা হয়। খেলাই ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল অনুষ্ঠিত হয় হেমায়েতপুর ক্রিকেট একাডেমি ও ভাংবাড়ীয়া ইফাজ ক্রিকেট একাডেমির মধ্যে।
পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন সংকল্প সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জোয়ার্দ্দার ও ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগ লীগের সভাপতি মামুন রেজা। মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শেখ জাফর, পলাশ মাহমুদ, আবু সাঈদ সুজন, মকবুল হোসেন পলাশ, মিনারুল ইসলাম, সুজন মেব্বার, উজ্জ্বল হোসেন প্রমুখ। খেলাটির অ্যাম্পিয়ার হিসেবে ছিলেন সজিব ও সুমন। চ্যাম্পিয়ন দল হেমায়েতপুর ক্রিকেট একাডেমি প্রথম পুরস্কার হিসেবে ৬ হাজার হাজার টাকা পায়। রানার্সআপ দল পায় ৪ হাজার টাকা। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন রাব্বি।