চুয়াডাঙ্গায় টয়লেটে মিলল আনসার সদস্যর লাশ
- আপলোড টাইম : ১০:২৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
- / ৫১ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় টয়লেটের দরজা ভেঙে জামাল উদ্দীন (৫৫) নামের এক আসনার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ইউএনও গার্ড ক্যাম্প টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আনসার সদস্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ঠাকুরবাড়িয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ হাসপাতাল মর্গে রাখা ছিল। আজ শুক্রবার ময়নাতদন্ত শেষে দাফনের জন্য জামাল উদ্দীনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সদর ইউএনও গার্ড ক্যাম্পে কর্তব্যরত সাইদুর রহমান নামের অপর একজন আনসার সদস্য জানান, সকাল থেকে জামাল উদ্দীন সম্পূর্ণ সুস্থ ছিলেন। দুপুরের পর থেকে জামাল উদ্দীনের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। তার মোবাইলটি ক্যাম্পেই ছিল। বিকেলেও জামাল উদ্দীনের খোঁজ না পাওয়ায় বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে ক্যাম্পের একটি টয়লেট ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পাই। কারো সাড়া না পেয়ে বিষয়টি ইউএনও স্যার ও থানা পুলিশকে জানানো হয়। পরে টয়লেটের দরজা ভাঙলে ভেতর থেকে জামাল উদ্দীনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট সাইফুল ইসলাম বলেন, বেলা দুইটার পর ইউএনও গার্ড ক্যাম্পে কর্মরত আনসার সদস্য জামাল উদ্দীন ক্যাম্প টয়লেটে অবস্থানের সময় স্ট্রোকে মৃত্যুবরণ করেন। সন্ধ্যায় একই ক্যাম্পে ডিউটিরত অপর আসনার সদস্য সাইদুর রহমান তাকে টয়লেটের মধ্যে পান। এসময় টয়লেটটি ভেতর থেকে দরজা বন্ধ ছিল। পরে দরজা ভেঙে তাকে সদর হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, টয়লেটে অবস্থানকালে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।
চুয়াডাঙ্গা সদর হাসপতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, সন্ধ্যা সাতটার দিকে আনসার সদস্য জামাল উদ্দীনকে জরুরি বিভাগে নেওয়া হয়। এসময় পরীক্ষা-নিরীক্ষা করলে তাকে মৃত অবস্থায় পায়। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ জোহরা বলেন, ‘খবর পেয়ে আমিসহ সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’