ইপেপার । আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গার ৩৫টি কোচিং সেন্টারে অভিযান

আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / ১২৫ বার পড়া হয়েছে

য়াডাঙ্গায় তীব্র শীত জনজীবন স্থবির হয়ে পড়েছে। সকালে হিম বাতাস ও তীব্র ঠান্ডায় মানুষ খুবই প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু, বৃদ্ধ আর ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকায় বন্ধ রয়েছে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে খোলা রয়েছে কোচিং সেন্টার। বাধ্য হয়ে সকালে কষ্ট করে কোচিংয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সকাল ৭.১৫ টা মিনিট থেকে চুয়াডাঙ্গা সদরের প্রায় ৩৫টি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন।

এসময় ২য় শ্রেণির শিশুদেরও সকালে কোচিংয়ে আসতে দেখা যায়। পরে কোচিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের তাৎক্ষণিক কোচিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।  আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকালে কোচিং বন্ধ রাখবেন জানান তারা। এসময় অভিভাবকদের ও শিক্ষার্থীদের সচেতন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। অভিযানে সহযোগিতা করে পুলিশ সদস্যরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গার ৩৫টি কোচিং সেন্টারে অভিযান

আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ

আপলোড টাইম : ০২:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

য়াডাঙ্গায় তীব্র শীত জনজীবন স্থবির হয়ে পড়েছে। সকালে হিম বাতাস ও তীব্র ঠান্ডায় মানুষ খুবই প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু, বৃদ্ধ আর ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকায় বন্ধ রয়েছে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে খোলা রয়েছে কোচিং সেন্টার। বাধ্য হয়ে সকালে কষ্ট করে কোচিংয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সকাল ৭.১৫ টা মিনিট থেকে চুয়াডাঙ্গা সদরের প্রায় ৩৫টি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন।

এসময় ২য় শ্রেণির শিশুদেরও সকালে কোচিংয়ে আসতে দেখা যায়। পরে কোচিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের তাৎক্ষণিক কোচিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।  আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকালে কোচিং বন্ধ রাখবেন জানান তারা। এসময় অভিভাবকদের ও শিক্ষার্থীদের সচেতন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। অভিযানে সহযোগিতা করে পুলিশ সদস্যরা।