ইপেপার । আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

জীবননগরের আন্দুলবাড়ীয়ায় রাইস মিলের ফিতায় জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / ১৬০ বার পড়া হয়েছে


প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় রাইস মিলের ফিতায় জড়িয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৬টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আন্দুলবাড়ীয়া গ্রামের দৌসীমানাপাড়া-নিকারীপাড়ার মাঝামাঝি দেহাটি-আন্দুলবাড়ীয়া আমিনীয়া দারুল উলুম কওমি মাদ্রাসা সংলগ্ন মেসার্স ভাই ভাই রাইস মিলের ফিতায় জড়িয়ে তার মৃত্যু হয়।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের উত্তরপাড়া আব্দুল মজিদের ও তার স্ত্রী একই গ্রামের আবুল হাশেমের মেয়ে সখিরণ (৫৫) বুধবার ভোর সাড়ে ছয়টায় কলাইয়ের ডাল রাইস মিলে ভাঙানোর জন্য নিয়ে যান। রাইস মিলে ডাল ও চাল কুমড়া ভাঙানোর সময় তিনি দেখছিলেন। এমন সময় অসাবধানবশত রাইস মিলের ফিতায় পোশাক জড়িয়ে ঘটনাস্থলে সখিরণের মৃত্যু হয়।

খবর পেয়ে শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ রিপোর্ট লেখার পর্যন্ত লাশ ঘটনাস্থলে পড়ে ছিল।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরের আন্দুলবাড়ীয়ায় রাইস মিলের ফিতায় জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

আপলোড টাইম : ১১:৫৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪


প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় রাইস মিলের ফিতায় জড়িয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৬টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আন্দুলবাড়ীয়া গ্রামের দৌসীমানাপাড়া-নিকারীপাড়ার মাঝামাঝি দেহাটি-আন্দুলবাড়ীয়া আমিনীয়া দারুল উলুম কওমি মাদ্রাসা সংলগ্ন মেসার্স ভাই ভাই রাইস মিলের ফিতায় জড়িয়ে তার মৃত্যু হয়।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের উত্তরপাড়া আব্দুল মজিদের ও তার স্ত্রী একই গ্রামের আবুল হাশেমের মেয়ে সখিরণ (৫৫) বুধবার ভোর সাড়ে ছয়টায় কলাইয়ের ডাল রাইস মিলে ভাঙানোর জন্য নিয়ে যান। রাইস মিলে ডাল ও চাল কুমড়া ভাঙানোর সময় তিনি দেখছিলেন। এমন সময় অসাবধানবশত রাইস মিলের ফিতায় পোশাক জড়িয়ে ঘটনাস্থলে সখিরণের মৃত্যু হয়।

খবর পেয়ে শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ রিপোর্ট লেখার পর্যন্ত লাশ ঘটনাস্থলে পড়ে ছিল।