চুয়াডাঙ্গায় মাদকসহ আটক বিন্দুকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
- আপলোড টাইম : ০৯:২৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শরিফুল ইসলাম বিন্দু (৩৫) নামের এক যুবক আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম বিন্দু চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিক পাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনে নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ বিন্দুকে আটক করা হয়। আটক বিন্দুকে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত বিন্দুকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।