ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে সভানেত্রী জান্নাতুল ফেরদৌস

সাধ্যমতো শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার পুনাক সভানেত্রী মিসেস জান্নাতুল ফেরদৌসের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা রেল স্টেশন ও শহরের বিভিন্ন ছাউনীতে শীতে আশ্রয় নেওয়া অসহায়, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পুনাক সভানেত্রী মিসেস জান্নাতুল ফেরদৌস বলেন, রেল স্টেশনে বা বাসস্ট্যান্ডে কোনো রকমে একটা গরম কাপড় নিয়ে রাত্রীযাপন করছে কেউ। আবার কেউ গরম পোশাক না পেয়ে সারারাত আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এটাই বাস্তব চিত্র। এ চিত্রকে বদলাতে পারি আমরাই। আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই। এটা আমাদের মানবিক দায়িত্ব। আমাদের দায়িত্ববোধই পারে বিশ্বকে স্বয়ংসম্পূর্ণ করতে। শীতার্ত মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা থেকে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত প্রান্তিক মানুষকে কিছুটা হলেও সুরক্ষা দিতে পুনাকের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুনাক এর সহসভানেত্রী মিসেস নাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা মিসেস জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ মিসেস সাবিনা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে সভানেত্রী জান্নাতুল ফেরদৌস

সাধ্যমতো শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

আপলোড টাইম : ১১:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার পুনাক সভানেত্রী মিসেস জান্নাতুল ফেরদৌসের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা রেল স্টেশন ও শহরের বিভিন্ন ছাউনীতে শীতে আশ্রয় নেওয়া অসহায়, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পুনাক সভানেত্রী মিসেস জান্নাতুল ফেরদৌস বলেন, রেল স্টেশনে বা বাসস্ট্যান্ডে কোনো রকমে একটা গরম কাপড় নিয়ে রাত্রীযাপন করছে কেউ। আবার কেউ গরম পোশাক না পেয়ে সারারাত আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এটাই বাস্তব চিত্র। এ চিত্রকে বদলাতে পারি আমরাই। আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই। এটা আমাদের মানবিক দায়িত্ব। আমাদের দায়িত্ববোধই পারে বিশ্বকে স্বয়ংসম্পূর্ণ করতে। শীতার্ত মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা থেকে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত প্রান্তিক মানুষকে কিছুটা হলেও সুরক্ষা দিতে পুনাকের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুনাক এর সহসভানেত্রী মিসেস নাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা মিসেস জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ মিসেস সাবিনা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।