আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১০:০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
- / ৫১ বার পড়া হয়েছে
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ও পিকেএসএফ-এর সহযোগিতায় সামাজিক পুঁজি গঠনের মাধ্যমে সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ লোকমোর্চা প্রকল্পের আওতায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে সমন্বয় সভায় আলোচনা করেন সহসভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, মীর খালিদুর রহমান খালিদ, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল হক রানা, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও ইউনিয়ন লোকমোর্চার প্রচার সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, কার্যনির্বাহী সদস্য ও ইউপি মেম্বার শেখ আতিয়ার রহমান, সংরক্ষিত সাবেক মহিলা মেম্বার নার্গিস আক্তার, শেখ আসাউল ইসলাম গোলাপ, শফিকুল ইসলাম হিরন, সদস্য নাঈমুর রহমান খান ও সানোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন হযরত মাওলানা জালাল উদ্দিন, মকবুল হোসেন, মির্জা আমিরুল ইসলাম কর্নেল, সানোয়ার হোসেন, সোহাগ খান, বিউটি খাতুন। সভা উপস্থাপনা করেন ওয়েভ ফাউন্ডেশনের কর্মসূচি জেলা ও উপজেলা সমন্বয়কারী আব্দুল আলীম সজল। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার আলমগীর।