কার্পাসডাঙ্গা পীরপুরকুল¬ায় বিদ্যুৎস্পৃষ্টে মুদিদোকানীর মৃত্যু
- আপলোড টাইম : ১১:২৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬
- / ৩৯৪ বার পড়া হয়েছে
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল¬া গ্রামের কালুর মোড়ে অবস্থিত মুদি দোকানী আলমগীরের বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। জানা গেছে গতকাল সোমবার বিকাল আনুমানিক ৫ টার দিকে মুনসুর (ভুন্দার) ছেলে পীরপুরকুল¬া কালুর মোড়ে মুদি দোকানদার ১ সন্তানের জনক আলমগীর (২৪) দোকানের পিছনে বাঁশ কাটতে গেলে অসাবধান বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। স্থানীয় জনগন আলমগীরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আলমগীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আলমগীর পীরপুরকুল¬া গ্রামের মিষ্টভাষী পরিচিত একজন ছেলে। অল্প বয়সে বিধবা হয়ে স্বামী হারিয়ে সন্তান নিয়ে আলমগীরের স্ত্রী শোকে পাথর হয়ে গেছে। একজন তরতাজা যুবকের প্রান হঠাৎ ঝরে যাওয়াতে পীরপুরকুল¬া গ্রামের অনেকে চোখের পানি ধরে রাখতে পারেনি।