আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩
- আপলোড টাইম : ১০:২৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন জখম হয়েছেন। গতকাল বুধবার সকাল নয়টার দিকে আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের যাদবপুর গ্রামে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জখম তিনজনকে উদ্ধার করে উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন- উপজেলার হারদী গ্রামের মৃত আলিহিমের ছেলে মোহাম্মদ লিটন আলী (৪০), একই গ্রামের দেলোয়ার খানের ছেলে আ. রহিম (২২) ও হামিদুল ইসলামের ছেলে মোমিন আলী (২৭)।
জানা গেছে, গতকাল সকালে লিটন ও আ. রহিম মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা থেকে হারদী বাজারের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে কুমারী যাদবপুর ক্যানাল ব্রিজ পার হলে বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। এদিকে, জখম গুরুতর হওয়ায় তিনজনকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।