চুয়াডাঙ্গায় প্রখ্যাত শ্রমিক নেতা শ্রী নিমাই পদ সিংহ রায়ের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন
- আপলোড টাইম : ০৮:৫৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ৩০ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার পরিচিত মুখ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিবিএ’র সাবেক সভাপতি ও প্রবীণ শ্রমিক নেতা শ্রী নিমাই পদ সিংহ রায়ের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে গীতা পাঠ থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা শহরের মালোপাড়াস্থ নিজ বাড়িতেই স্বর্গীয় নিমাই বাবুর আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া দুপুরে ব্রাহ্মণ ভোজ, বিকেল থেকে আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও কীর্তন পরিবেশনের মধ্যদিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। স্বর্গীয় নিমাই বাবুর বড় পুত্র বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায় ও ছোট পুত্র বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়সহ তাঁর পরিবারের সদস্যরা আত্মার শান্তি কামনায় সবার নিকট আশির্বাদ কামনা করেন।
নিমাই পদ সিংহ রায় ১৯৪৪ সালে ৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার আদি শহর সুমিরদিয়ার সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন স্বর্গীয় জগদিন্দ্র প্রসাদ সিংহ রায়। পরে নিমাই বাবু চুয়াডাঙ্গা শহরের মালোপাড়ায় বসবাস শুরু করেন। তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। তৎকালীন চাকরির সময় থেকেই শ্রমিকদের অধিকার আদায়ে তিনি শ্রমিক আন্দোলনে যোগ দেন। পরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
১৯৬১ সালে চাকরিতে যোগ দিয়ে ২০০২ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি শ্রমিক আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। নিমাই পদ সিংহ রায় আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন (আইএলও)’র বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিভিন্ন সময় সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে অংশগ্রহণসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারেও তিনি চাকরি করেছেন। ওই সময় তিনি মুক্তি বাহিনীর সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ জানুয়ারি সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।