ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

মাদকসহ আটক চারজনের কারাদণ্ড ও জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:২৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • / ২৬ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গতকাল সোমবার সদর উপজেলা ও দর্শনার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেন। পরে চুয়াডাঙ্গার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন, সঙ্গে করেন অর্থদণ্ড। দণ্ডপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা মসজিদপাড়ার লালন, দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মিজানুর রহমান, হাফিজুর রহমান ও মোবারক পাড়ার জাহিদুল ইসলাম। তাদের গতকালই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার, পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় সদস্য নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সদর উপজেলার জালশুকা গ্রামে। এসময় গ্রামের মসজিদ পাড়ার আবুল কালাম আবুর ছেলে লালনের বসতঘর থেকে ৫ গ গ্রাম গাঁজা তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেন।

একই দল বেলা একটার দিকে অভিযান পরিচালনা করেন দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামে। এসময় গ্রামের বিপ্লবের কলাবাগানের মধ্যে থেকে ৫০ লিটার তাড়িসহ গ্রেপ্তার করা হয় মিজানুর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা অর্থদণ্ড করা হয়। মিজানুর রহমান দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের কেওড়া পাড়ার কালাচান মন্ডলের ছেলে। এরপর একই দল দর্শনা পৌরসভার মোবারক পাড়ায় অভিযান চালিয়ে হাসনা মিয়ার পোল্ট্রি ফার্মের সামনে থেকে ২ লিটার তাড়িসহ গ্রেপ্তার করে মৃত ছিরু মিয়ার ছেলে জাহিদুল ইসলামকে (৪১)। ভ্রাম্যমাণ আদালতে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

একইস্থান থেকে বেলা দুইটার দিকে ২ লিটার তাড়িসহ গ্রেপ্তার করা হয় দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত তহির উদ্দিনের ছেলে হাফিজুর রহমানকে (৬০)। তাকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়। এ কারাদণ্ড ও জরিমানার রায় প্রদান করেন অভিযান নেতৃত্বে থাকা চুয়াডাঙ্গা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

মাদকসহ আটক চারজনের কারাদণ্ড ও জরিমানা

আপলোড টাইম : ০৩:২৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গতকাল সোমবার সদর উপজেলা ও দর্শনার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেন। পরে চুয়াডাঙ্গার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন, সঙ্গে করেন অর্থদণ্ড। দণ্ডপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা মসজিদপাড়ার লালন, দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মিজানুর রহমান, হাফিজুর রহমান ও মোবারক পাড়ার জাহিদুল ইসলাম। তাদের গতকালই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার, পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় সদস্য নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সদর উপজেলার জালশুকা গ্রামে। এসময় গ্রামের মসজিদ পাড়ার আবুল কালাম আবুর ছেলে লালনের বসতঘর থেকে ৫ গ গ্রাম গাঁজা তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেন।

একই দল বেলা একটার দিকে অভিযান পরিচালনা করেন দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামে। এসময় গ্রামের বিপ্লবের কলাবাগানের মধ্যে থেকে ৫০ লিটার তাড়িসহ গ্রেপ্তার করা হয় মিজানুর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা অর্থদণ্ড করা হয়। মিজানুর রহমান দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের কেওড়া পাড়ার কালাচান মন্ডলের ছেলে। এরপর একই দল দর্শনা পৌরসভার মোবারক পাড়ায় অভিযান চালিয়ে হাসনা মিয়ার পোল্ট্রি ফার্মের সামনে থেকে ২ লিটার তাড়িসহ গ্রেপ্তার করে মৃত ছিরু মিয়ার ছেলে জাহিদুল ইসলামকে (৪১)। ভ্রাম্যমাণ আদালতে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

একইস্থান থেকে বেলা দুইটার দিকে ২ লিটার তাড়িসহ গ্রেপ্তার করা হয় দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত তহির উদ্দিনের ছেলে হাফিজুর রহমানকে (৬০)। তাকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়। এ কারাদণ্ড ও জরিমানার রায় প্রদান করেন অভিযান নেতৃত্বে থাকা চুয়াডাঙ্গা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেন।