আলমডাঙ্গায় বিজ্ঞান মেলা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা
- আপলোড টাইম : ১২:০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৪৫তম বিজ্ঞান মেলা-২০২৩ উদ্যাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজনীন সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, একাডেমি সুপারভাইজার ইমরুল হক ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান, পরিসংখ্যান তদন্তকারী অফিসার মফিজুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ফারুক হোসেন, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সুরাইয়া জেসমিন, আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদিন, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক শামীম উদ্দিন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলমডাঙ্গা জোনাল অফিসের শাহাজাহান আলী প্রমুখ।
সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে আলমডাঙ্গায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।