ইপেপার । আজ শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় প্রধান শিক্ষক জহুরুল ইসলামের ইন্তেকাল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / ৩৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ অনুভব করলে স্বজনেরা তাকে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে যান। তবে তার অবস্থা সংকটাপণ্ন হওয়ায় তাকে ঢাকা নিউরোসাইন্স হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন।
গতকাল সন্ধ্যা ৬টার দিকে তার লাশ আলমডাঙ্গায় পৌঁছালে তাঁকে এক নজর দেখার জন্য ভিড় জমায় শত শত লোক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। গতকাল বাদ এশা আলমডাঙ্গার দারুস সালাম মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মীর মহি উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লিয়াকত আলী মোল্লা লিপুসহ শত শত মানুষ। তার আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সকল উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ। ১৯৮৫ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে ইদ্রিস খানসহ সতীর্থরা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় প্রধান শিক্ষক জহুরুল ইসলামের ইন্তেকাল

আপলোড টাইম : ০৯:৫৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ অনুভব করলে স্বজনেরা তাকে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে যান। তবে তার অবস্থা সংকটাপণ্ন হওয়ায় তাকে ঢাকা নিউরোসাইন্স হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন।
গতকাল সন্ধ্যা ৬টার দিকে তার লাশ আলমডাঙ্গায় পৌঁছালে তাঁকে এক নজর দেখার জন্য ভিড় জমায় শত শত লোক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। গতকাল বাদ এশা আলমডাঙ্গার দারুস সালাম মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মীর মহি উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লিয়াকত আলী মোল্লা লিপুসহ শত শত মানুষ। তার আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সকল উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ। ১৯৮৫ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে ইদ্রিস খানসহ সতীর্থরা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।