গড়াইটুপি ও নেহালপুরের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে নৌকার প্রার্থী আলী আজগার টগর
উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিন
- আপলোড টাইম : ০১:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ৪৫ বার পড়া হয়েছে
প্রতিবেদক, হিজলগাড়ি ও তিতুদহ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-২ আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলী আজগর টগর গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি আসনটির নির্বাচনী এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। নেহালপুর স্কুলমাঠে দলীয় নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য ৭৫’র পরাজিত শক্তিরা দেশি-বিদেশি যে চক্রান্ত করছে, আগামী ৭ তারিখে নৌকা প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে তার দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।
নেহালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওহিদ মল্লিকের সভাপত্বিতে সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হামিদুল্লাহ, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও রহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কৃষক লীগের সভাপতি জিল্লুর রহমান, ইউপি সদস্য কায়েশ আলী, আলী কদর, আওয়ামী লীগ নেতা মীর মফিজ উদ্দিন, টোকন মোল্লা, সাইফুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল হকসহ দলীয় নেতা-কর্মীরা। সভা শেষে তিনি বোয়ালিয়া মসজিদ মোড় ও বোয়ালিয়া বাজারে সর্বসাধারণের সাথে কুশল বিনিময় করেন।
এদিকে, গড়াইটুপি ইউনিয়নের তিনটি গ্রামে নৌকার পক্ষে গণসংযোগ ও পথসভা করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। গতকাল বেলা ১১টায় গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, রাতে তেঘরী, সড়াবাড়ীয়া ও খাসপাড়া গ্রামের বিভিন্ন স্থানে ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন তিনি।
এসময় গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদের উপস্থাপনায় পথসভায় উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, আব্দুল মতিন খোকন, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, সাবেক সভাপতি বসন্ত কুমার বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, গিয়াস উদ্দিন, ফাতুরুজ্জামান মাস্টার, আকিব হোসেন, জামির হোসেন ও সাদেক মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু।