ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

দিলীপ কুমার আগরওয়ালাকে হত্যাচেষ্টা মামলার ১৬ আসামির জামিন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালাকে হত্যাচেষ্টা মামলার বাকি ১৬ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে চুয়াডাঙ্গা আমলি আদালতের (সদর) বিচারক লস্কর সোহেল রানা তা মঞ্জুর করেন। এসময় আসামি পক্ষ ও বাদী পক্ষের আইনজীবীদের মধ্যে যুক্তি তর্ক উপস্থাপন নিয়ে উত্তেজনা ছড়ায়। এর আগে একই মামলায় কুতুবপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিকসহ পাঁচজন জামিন লাভ করেন।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঈগল প্রতীকের নির্বাচনী এজেন্ট অ্যাড. আব্দুল মালেক বাদী হয়ে প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালাকে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামিসহ পাঁচজন সেদিন রাতেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরদিন ২৪ ডিসেম্বর গ্রেপ্তার চারজনকে জামিন দিলেও প্রধান আসামি ইউপি চেয়ারম্যান আলী হাসানুজ্জামান মানিকের জামিন নামঞ্জুর করেন। পরে ২৬ ডিসেম্বর জামিনে মুক্ত হন তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দিলীপ কুমার আগরওয়ালাকে হত্যাচেষ্টা মামলার ১৬ আসামির জামিন

আপলোড টাইম : ১২:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালাকে হত্যাচেষ্টা মামলার বাকি ১৬ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে চুয়াডাঙ্গা আমলি আদালতের (সদর) বিচারক লস্কর সোহেল রানা তা মঞ্জুর করেন। এসময় আসামি পক্ষ ও বাদী পক্ষের আইনজীবীদের মধ্যে যুক্তি তর্ক উপস্থাপন নিয়ে উত্তেজনা ছড়ায়। এর আগে একই মামলায় কুতুবপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিকসহ পাঁচজন জামিন লাভ করেন।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঈগল প্রতীকের নির্বাচনী এজেন্ট অ্যাড. আব্দুল মালেক বাদী হয়ে প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালাকে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামিসহ পাঁচজন সেদিন রাতেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরদিন ২৪ ডিসেম্বর গ্রেপ্তার চারজনকে জামিন দিলেও প্রধান আসামি ইউপি চেয়ারম্যান আলী হাসানুজ্জামান মানিকের জামিন নামঞ্জুর করেন। পরে ২৬ ডিসেম্বর জামিনে মুক্ত হন তিনি।