ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে পাঁচটি ট্রান্সমিটার ও দুটি মোটর চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • / ৪০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর পৃথক স্থান থেকে বিদ্যুতের পাঁচটি ট্রান্সমিটার ও দুটি মোটর চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর ও মৃগীবাথান মাঠ থেকে চোরচক্রের সদস্যরা এ চুরির ঘটনা ঘটায়।
সোনাতনপুর গ্রামের জুবায়ের হোসেন বলেন, ‘আমি চার মাস আগে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সেচ প্রকল্পের অধীনে ডিপমোটর স্থাপন করি। বুধবার গভীর রাতে চোরচক্র আমার এবং মান্নানের দুটি ট্রান্সমিটারের পিতলের কয়েল চুরি করে নিয়ে গেছে।’ মৃগীবাথান গ্রামের জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘সোনাতনপুর এলাকায় চুরির ঘটনা শুনে মাঠে গিয়ে দেখি আমার সেচ পাম্পের কাছে তিনটি ট্রান্সমিটার খোলা অবস্থায় পড়ে আছে। ট্রান্সমিটারের ভেতরে থাকা পিতলের তার ও বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে।’ একই গ্রামের শহিদুল ইসলাম ও আলম বলেন, ‘আমাদের দুটি মোটর চুরি করে নিয়ে গেছে।’ এলাকার সাধারণ কৃষক জানায়, ‘চোরেরা আমাদের পেটে লাথি মেরে গেছে। এবারের বোরো আবাদের জন্য ধানের চারা পরিপূর্ণতা লাভ করেছে দুই পাঁচ দিনের মধ্যে ধান লাগানো শুরু হবে এর মধ্যে এই চুরি হয়ে গেল।’
সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এসআই চঞ্চল বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া বলেন, বিষয়টি সম্পর্ক জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুতে পাঁচটি ট্রান্সমিটার ও দুটি মোটর চুরি

আপলোড টাইম : ১১:৪৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর পৃথক স্থান থেকে বিদ্যুতের পাঁচটি ট্রান্সমিটার ও দুটি মোটর চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর ও মৃগীবাথান মাঠ থেকে চোরচক্রের সদস্যরা এ চুরির ঘটনা ঘটায়।
সোনাতনপুর গ্রামের জুবায়ের হোসেন বলেন, ‘আমি চার মাস আগে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সেচ প্রকল্পের অধীনে ডিপমোটর স্থাপন করি। বুধবার গভীর রাতে চোরচক্র আমার এবং মান্নানের দুটি ট্রান্সমিটারের পিতলের কয়েল চুরি করে নিয়ে গেছে।’ মৃগীবাথান গ্রামের জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘সোনাতনপুর এলাকায় চুরির ঘটনা শুনে মাঠে গিয়ে দেখি আমার সেচ পাম্পের কাছে তিনটি ট্রান্সমিটার খোলা অবস্থায় পড়ে আছে। ট্রান্সমিটারের ভেতরে থাকা পিতলের তার ও বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে।’ একই গ্রামের শহিদুল ইসলাম ও আলম বলেন, ‘আমাদের দুটি মোটর চুরি করে নিয়ে গেছে।’ এলাকার সাধারণ কৃষক জানায়, ‘চোরেরা আমাদের পেটে লাথি মেরে গেছে। এবারের বোরো আবাদের জন্য ধানের চারা পরিপূর্ণতা লাভ করেছে দুই পাঁচ দিনের মধ্যে ধান লাগানো শুরু হবে এর মধ্যে এই চুরি হয়ে গেল।’
সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এসআই চঞ্চল বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া বলেন, বিষয়টি সম্পর্ক জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।