ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

এক দফার দাবি আদায়ে বিএনপির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ভোট বর্জনের আহ্বান জানিয়ে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে হরিণাকুণ্ডু ও সদর উপজেলার বিভিন্ন হাটে-বাজারে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। লিফলেট বিতরণকালে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু ও শৈলকুপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কিসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেয়।

এদিকে কালীগঞ্জে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে ভোট বর্জনের ডাক দিয়ে লিফলেট বিতরণ করা হয়। গতকাল বেলা তিনটার দিকে লিফলেট বিতরণের পাশাপাশি এই অবৈধ সরকারকে সব ধরণের সহযোগিতা বন্ধ করার আহ্বান জানানো হয়। এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ লিফলেট বিতরণকালে জনতার উদ্দেশ্যে বলেন, এই সরকার জালেম ও ফ্যাসিস্ট। আইনগতভাবে হাসিনা সরকারের কোনো ভিত্তি নেই। তারা র‌্যাব, বিজিবি ও পুলিশ বাহিনীর ওপর ভর করে টিকে আছে। কাজেই ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করতে হবে। এমনকি সকলকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে হবে। পারমথুরাপুর বাজারে গণসংযোগকালে এম এ মজিদ আরও বলেন, নৌকা ও আওয়ামী লীগ দেশবাসীর কাছে এখন আতঙ্কের নাম। তারা নিজেরা নিজেরা প্রার্থী হয়ে মারামারিতে লিপ্ত। এতেই বোঝা যায় আওয়ামী লীগ ভিন্নমতকে সম্মান করে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ

আপলোড টাইম : ১০:২৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:

এক দফার দাবি আদায়ে বিএনপির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ভোট বর্জনের আহ্বান জানিয়ে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে হরিণাকুণ্ডু ও সদর উপজেলার বিভিন্ন হাটে-বাজারে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। লিফলেট বিতরণকালে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু ও শৈলকুপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কিসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেয়।

এদিকে কালীগঞ্জে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে ভোট বর্জনের ডাক দিয়ে লিফলেট বিতরণ করা হয়। গতকাল বেলা তিনটার দিকে লিফলেট বিতরণের পাশাপাশি এই অবৈধ সরকারকে সব ধরণের সহযোগিতা বন্ধ করার আহ্বান জানানো হয়। এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ লিফলেট বিতরণকালে জনতার উদ্দেশ্যে বলেন, এই সরকার জালেম ও ফ্যাসিস্ট। আইনগতভাবে হাসিনা সরকারের কোনো ভিত্তি নেই। তারা র‌্যাব, বিজিবি ও পুলিশ বাহিনীর ওপর ভর করে টিকে আছে। কাজেই ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করতে হবে। এমনকি সকলকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে হবে। পারমথুরাপুর বাজারে গণসংযোগকালে এম এ মজিদ আরও বলেন, নৌকা ও আওয়ামী লীগ দেশবাসীর কাছে এখন আতঙ্কের নাম। তারা নিজেরা নিজেরা প্রার্থী হয়ে মারামারিতে লিপ্ত। এতেই বোঝা যায় আওয়ামী লীগ ভিন্নমতকে সম্মান করে না।