দামুড়হুদায় প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশ
- আপলোড টাইম : ১১:৩৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ৪৪ বার পড়া হয়েছে
প্রতিবেদক, দামুড়হুদা:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের ৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। প্রার্থীদের আচারবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন দামুড়হুদা উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। গতকাল শনিবার দামুড়হুদা উপজেলার প্রতিটি এলাকা ঘুরে প্রার্থী এবং সমর্থকদের এই নির্দেশনা দেন।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে যেসব প্রার্থী নিজ নিজ প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তারা যাতে নির্বাচনের বিধি-বিধান মেনে চলে, সে জন্য ভোটের মাঠ নজরদারিতে রেখেছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যজিট্টেট। তারই ধারাবাহিকতায় গতকাল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আজগার টগর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবু হাসেম রেজা (ট্রাক), নুর হাকিম (ঈগল), মীর্জা শাহরিয়ার মাহমুদ (ঢেঁকি), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রবিউল ইসলাম (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী ইদ্রিস আলী (আম), জাকের পার্টির আব্দুল লতিফ খান (গোলাপ ফুল), জাসদের মনোনীত প্রার্থী দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ (মশাল) প্রতীকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এসময় দামুড়হুদা উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন সকল প্রার্থী ও সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, বেলা ২টা হতে রাত আটটা পর্যন্ত ভোটের প্রচার-প্রচারণা চালানো যাবে। কোনো দেওয়ালে বা কারেন্টের থাম্বায় কিংবা দোকান ঘরে কোনো পোস্টার লাগানো যাবে না। এক প্রার্থীর সমর্থক অন্য প্রার্থীর সমর্থক দ্বারা কারো পোস্টার ছেড়া যাবে না। এই কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রমাণ পেলে আচরণবিধি ২০০৮ এর আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।