চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গাঁজাসহ আটক চারজনের জেল-জরিমানা
- আপলোড টাইম : ১০:১৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন গড়াইটুপি ও গোবরগাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার গড়াইটুপি মেলার মাঠপাড়ার আব্দুর রশিদের স্ত্রী জোসনা খাতুন (৩৫), একই গ্রামের মৃত আলী হোসেন ভুঁইয়ার ছেলে আলা ভুঁইয়া (৫০), মৃত আইয়ুব মন্ডলের ছেলে হারুন মন্ডল (৫৫) ও গোবরগাড়া গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে শহিদুল ইসলাম (৪৫)। আটককৃতদের মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এবং একজনের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আকবর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জোসনা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করে। গতকালই আটক জোসনা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা ১১টার দিকে আলা ভুঁইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার নিকট থেকে ৬০ গ্রাম গাঁজা জব্দ হয়। দুপুর ১২টার দিকে ৪০ গ্রাম গাঁজাসহ হারুন মন্ডলকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলা ভুঁইয়া ও হারুন মণ্ডলকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা করে জরিমানা করেন।
এছাড়াও গতকাল বেলা তিনটার দিকে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শহিদুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।