শিরোনাম:
গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল নৌকার নির্বাচনী অফিস
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৪:১৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১০৬ বার পড়া হয়েছে
গাংনী অফিস:
মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডা. এস এস এম নাজমুল হক সাগরের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোরে গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা কর্মী শরিফুল ইসলাম জানান, রাত ১২টার পর তিনি ও তার লোকজন অফিস বন্ধ করে বাড়ি চলে যান। ভোর চারটার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন। স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। তবে কে বা কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে, সে ব্যাপারে নিশ্চিত নয় স্থানীয় লোকজন।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা নির্বাচনী অফিস পুড়িয়েছে তা শনাক্ত ও দোষীদের আটক করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
ট্যাগ :